ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

টিএসসি ছেড়েছেন আন্দোলনকারীরা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সরকারের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল ফিরে এসে সবাইকে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানালে সাধারণ আন্দোলনকারীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা তা মেনে না নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে রাত বাড়ার সাথে সাথে তারা টিএসসি এলাকা ছেড়ে চলে যান।

কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা রাত ৯টার পর থেকে আস্তে আস্তে কমতে থাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে আর কোনো আন্দোলনকারীকে মাঠে দেখা যায়নি। 

এর মধ্যে আন্দোলনরত শিক্ষার্থী জানান, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত যদি কোটা সংস্কারের ব্যপার ইতিবাচক কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ১৬ এপ্রিল ‘ঢাকা চলো’ কর্মসূচি পালন করব।সারাদেশ থেকে ৫০ হাজার শিক্ষার্থী ওই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান তারা।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি